বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ, ‘উপযুক্ত জবাব পাবে নয়াদিল্লি’!

(বাঁ দিকে) মোদী সরকারের নিষেধাজ্ঞার জবাব দিতে তৎপর শাহবাজ় শরিফের সরকার (ডান দিকে)। ফাইল ফটো।

পহেলগাঁও কাণ্ডের জেরে বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপের সিদ্ধান্ত হয়।

পহেলগাঁওয়ে পর্যটক হত্যার জেরে পাকিস্তানের সঙ্গে সংঘাতের পথে হাঁটার বার্তা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। জারি হয়েছে একগুচ্ছ নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে নয়াদিল্লির পদক্ষেপের জবাব দিতে তৎপর হল ইসলামাবাদ। পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের উপস্থিতিতে বৈঠকে বসতে চলেছে সে দেশের জাতীয় নিরাপত্তা কমিটি।

পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানাচ্ছে, বৃহস্পতিবার দুপুরের এই বৈঠকে হাজির থাকবেন প্রধানমন্ত্রী শাহবাজ়। পাক বিদেশমন্ত্রী বৃহস্পতিবার সকালে ভারতের পদক্ষেপের নিন্দা করে বলেছে, ‘‘এমন অকিঞ্চিৎকর বিষয় নিয়ে পাকিস্তান চিন্তিত নয়।’’ পহেলগাঁও কাণ্ডের পর্যালোচনায় বুধবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর ৭ লোককল্যাণ মার্গের সরকারি বাসভবনে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি (সিসিএস)। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা বৈঠক শেষের পর রাত ৯টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশসচিব বিক্রম মিস্রী। তিনি পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপের কথা ঘোষণা করেন।

বিদেশসচিব জানান, যত দিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে, তত দিন সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি, অটারী-ওয়াঘা সীমান্তে চলাচল বন্ধ করা, উপযুক্ত নথিপত্র নিয়ে যাঁরা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন, তাঁদের ১ মে-র মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার সময় দেওয়া হয়েছে। ভারত জানায়, ‘সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প’-এর (এসভিইএস) অধীনে কোনও পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। অতীতে এই ভিসায় প্রবেশের জন্য পাকিস্তানিদের যত অনুমতি দেওয়া হয়েছে, তা বাতিল করা হচ্ছে। ওই ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের দেশ ছাড়তে হবে বলেও জানান মিস্রী।

এর পাশাপাশি পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের (মিলিটারি অ্যাটাশে) ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার পাশাপাশি সে দেশের ভারতীয় দূতাবাসের সদস্যসংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হচ্ছে বলে জানান তিনি। এর পরে বৃহস্পতিবার সকালে পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্টটি ভারতে বন্ধ করে দেওয়া হয়। পাক বিদেশমন্ত্রক বৃহস্পতিবার সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখা এবং সীমান্তের ট্রানজ়িট পয়েন্ট বন্ধের সিদ্ধান্তকে ‘গুরুতর উস্কানি’ বলেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দ্রুত এর জবাব দেওয়া হবে।’’ কোনও প্রমাণ ছাড়াই ভারত একতরফা নিষেধাজ্ঞা চাপিয়েছে বলেও অভিযোগ পাক বিদেশমন্ত্রকের।

জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক প্রসঙ্গে পাক উপপ্রধানমন্ত্রী মহম্মদ ইশার দার বৃহস্পতিবার বলেন, ‘‘ভারতের প্রতিটি পদক্ষেপের কড়া এবং উপযুক্ত জবাব দেওয়া হবে।’’

প্রসঙ্গত, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ইতিমধ্যেই পহেলগাঁও সন্ত্রাসকে ‘ভারতের বিরুদ্ধে বৃহত্তর বিদ্রোহের অংশ’ হিসাবে চিহ্নিত করেছেন! সেই সঙ্গে বুধবার তিনি বলেন, ‘‘পহেলগাঁওয়ের হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগসূত্রই নেই।’’ যদিও মঙ্গলবার রাতেই পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লশকর-এ-ত্যায়বার ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) পর্যটক হত্যালীলার দায় স্বীকার করেছে। আনন্দবাজার পত্রিকা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ