আজ ২৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে “গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল ২০২৫”।
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ আয়োজনের স্পন্সর করছে পূবালি ব্যাংক। গত ২৪ মার্চ আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়।
এই বৃহৎ উৎসবটি সকাল ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত চলবে এবং এতে অংশগ্রহণকারীদের জন্য থাকবে নানা ধরনের আয়োজন। উৎসবে থাকবে দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য প্রদর্শনী, বিশেষ ছাড়ে কেনাকাটার সুযোগ, শিশু এবং পরিবারের জন্য মজাদার এক্টিভিটিস এবং বিশেষ খাবারের আয়োজন।
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট টিম প্রেস কনফারেন্সে জানান, “গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল ২০২৫” মূলত ঈদ উপলক্ষে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য এক বিশেষ আয়োজন, যেখানে তাঁরা একটি অভিজাত পরিবেশে কেনাকাটার পাশাপাশি আনন্দ উপভোগ করতে পারবেন।
								
															
											




								




