রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংস্কৃতি চর্চার বিকাশে বাজেটে বরাদ্দ খুবই স্বল্প থাকে: সাবেক অতিরিক্ত সচিব নজরুল

সাবেক অতিরিক্ত সচিব ও বায়রা সচিব মোঃ নজরুল ইসলাম বলেছেন বলেন, “বাংলাদেশের স্বকীয়তা ফুটে ওঠে সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে কিন্তু এ খাতের বিকাশে বাজেটে বরাদ্দ খুবই স্বল্প থাকে। সরকারের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে। প্রকৃত গুণী মানুষের পদচারণা সেখানে পাওয়া যায় না। বিদেশি শিল্পীদের জন্য যে ব্যয়বহুল আয়োজন করা হয়, তা দেশীয় শিল্পীদের ক্ষেত্রে অনুপস্থিত।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নৃত্যাচার্য বুলবুল চৌধুরী’র “১০৫ তম জন্মজয়ন্তী-২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাফার সভাপতি এডভোকেট মোঃ ছাদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আমানুল হক।

নজরুল ইসলাম বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় শিক্ষা যেভাবে বৃদ্ধি লাভ করেছে, সে তুলনায় সাংস্কৃতিক চর্চার কেন্দ্র বিকশিত হয়নি মোটেও। সারাদেশে, উপজেলা পর্যায়ে ‘বাপাকে’ ছড়িয়ে দেওয়া প্রয়োজন। আলোচনা শেষে বুলবুল ললিতকলা একাডেমি (বাফা)’র শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর জীবন এবং নৃত্য সাধনায় জীবন উৎসর্গ করার কথা ব্যক্ত করেন। হিন্দু মাইথোলজির পরিবর্তে ইসলামি ইতিহাস এবং সংস্কৃতি নির্ভর হাফিজের স্বপ্ন, ওমর খৈয়াম, সোহরাব রুস্তম, ‘৪৩ এর মন্বন্তর কে উপজীব্য করে ‘যেন ভুলে না যাই’, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ‘Quit India’ কম্পোজিশনের মধ্য দিয়ে বুলবুল চৌধুরী তীক্ষ্ণ মেধার পরিচয় পাওয়া যায়।

এছাড়াও, বক্তব্যে রাখেন বাফা সম্পাদক মোঃ ফজলুর রহমান,পরিচালনা পর্ষদের সহসভাপতি নুরুল ইসলাম পলাশ, বাফা উত্তরা শাখার অধ্যক্ষ কাজল মুখার্জি, উপাধ্যক্ষ শফিকুর রহমান সবুজ, শিক্ষক সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধা এ টি এম মোস্তফা, চেয়ারম্যান খন্দকার খায়রুজ্জামান কাইয়ুম, অধ্যক্ষ কবির আহমেদ প্রমুখ।

নিউজফ্ল্যাশ/এসএস।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ