সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

লাল কার্ডের নিষেধাজ্ঞায় নেই ভিনিসিউস জুনিয়র। তাতে কী, কিলিয়ান এমবাপ্পে আছে না! ব্রাজিলিয়ান তারকার অভাব বুঝতেই দিলেন না ফরাসি সুপারস্টার। দারুণ ফিনিশিংয়ে দুই গোল করার পর স্পটকিক থেকে গোল করে পূরণ করলেন হ্যাটট্রিক। তাতে রিয়াল মাদ্রিদও স্বাগতিক রিয়াল ভায়োদলিদকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল।

শনিবার (২৫ জানুয়ারি) প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তিনটি গোলই করেছেন কিলিয়ান এমবাপ্পে।

প্রতিপক্ষের মাঠে আধিপত্য ছিল রিয়ালেরই, তবে অন্তত তিনবার ভালো সুযোগ পেয়েছিল ভায়োদলিদ। কিন্তু তিনবারই রিয়ালকে বাঁচিয়েছেন গোলরক্ষক থিবো কোর্তয়া।

এদিন ৩০ মিনিটে ডেডলক ভাঙে রিয়াল। জুড বেলিংহ্যামের দারুণ পাস থেকে বল পেয়ে জোরাল আড়াআড়ি শটে জাল খুঁজে নেন এমবাপ্পে।

সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ৩২ ম্যাচে রিয়ালের ফরাসি তারকার ২০তম গোল। তবে এখানেই থেমে থাকেননি তিনি।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। প্রতি আক্রমণে দারুণ গতিতে বল নিয়ে ভায়োদলিদের ডি-বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। চাইলে নিজেই শট নিতে পারতেন। কিন্তু এই ব্রাজিলিয়ান সেটি না করে আড়াআড়ি বল বাড়ান এমবাপ্পেকে। নিখুঁত শটে বল জালে জড়ান এই ফরাসি।

দারুণ ফর্মে থাকা এমবাপ্পের এটি রিয়ালের হয়ে শেষ পাঁচ ম্যাচে সপ্তম গোল।

রিয়ালের জার্সিতে এমবাপ্পে প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন যোগ করা সময়ে। স্পটকিক থেকে গোল করেন তিনি। রিয়াল থেকেই ভায়োদলিদে ধারে খেলা মার্তিন বেলিংহ্যামকে ফাউল করলে রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টির বাঁশি বাজান।

এদিকে দিনের আরেক ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। জেরার্ড মরেনোর গোলে এগিয়ে গিয়েছিল ভিয়ারিয়াল। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করেন সামুয়েল লিনো।

২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ। ৩৯ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা এবং চারে বিলবাও। গোল গড়ে এগিয়ে থাকায় তিনে হ্যান্সি ফ্লিকের দল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ