স্টিভ স্মিথের শতকের উপর ভর করে ৪৭৪ রানের বিশাল সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে এরই মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলেছে ভারত। মেলবোর্ন টেস্টে জয়সওয়ালের সঙ্গে ওপেনিং করতে নেমেছিলেন রোহিত শর্মা। তবে তাকে বেশিক্ষণ মাঠে থাকতে দেননি প্যাট কামিন্স। ইনিংসের দ্বিতীয় ওভারেই তাকে আউট করেন অজি অধিনায়ক। রোহিতকে আউট করে একটি কীর্তি গড়েছেন কামিন্স।
টেস্ট ক্রিকেটে কোনো অধিনায়ক আরেক অধিনায়ককে আউট করার ঘটনা অনেক ঘটেছে। কামিন্স এ নিয়ে পঞ্চমবার ভারত অধিনায়ক রোহিতকে আউট করলেন। টেস্ট ক্রিকেটে কোনো অধিনায়ক আরেক অধিনায়ককে এর চেয়ে বেশিবার আউট করতে পারেননি।
বেশ কিছুদিন ধরেই ফর্মে নেই রোহিত শর্মা। চলতি বর্ডার-গাভাস্কার টেস্টেও কথা বলছে না রোহিতের ব্যাট।
শুক্রবার (২৭ ডিসেম্বর) মেলবোর্নে কামিন্সের বলে আউট হওয়ার আগে ৫ বলে ৩ রান করেন তিনি। এ নিয়ে টেস্টে সর্বশেষ আট ইনিংসেই ১৮ বা এর কম রানে আউট হলেন রোহিত।
টেস্ট ক্রিকেট রোহিতের আগে দুজন অধিনায়ককে অন্য অধিনায়কের বলে ৫ বার আউট হতে দেখেছে। একটি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড লড়াইয়ে ইংলিশ অধিনায়ক টেড ডেক্সটারকে ৫ বার আউট করেছিলেন অস্ট্রেলিয়ার রিচি বেনো। আর ভারত-পাকিস্তান লড়াইয়ে পাকিস্তানের ইমরান খানের বলে ৫ বার আউট হয়েছিলেন সুনীল গাভাস্কার। বিংশ শতাব্দীর দুই অধিনায়ক-জুটির সঙ্গে এবার যোগ হলেন রোহিত-কামিন্স।