রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রেলপথে চালু হলো চার জোড়া নতুন কমিউটার ট্রেন।
রোববার ১৫ ডিসেম্বর ভোর থেকে এসব ট্রেন চলাচল শুরু করেছে। সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনে এসে আনুষ্ঠানিকভাবে এসব ট্রেনের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সকাল ৭ টার দিকে জয়দেবপুর স্টেশনে ফিতা কেটে ঢাকা গামী তুরাগ কমিটার ট্রেনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা।
এর আগে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যোগাযোগ যোগাযোগ ব্যবস্থাকে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে। এই কারণেই গাজীপুরবাসীর যোগাযোগ সহজ করতে কমিউটার ট্রেন চালু করা হচ্ছে। এতে করে প্রতিদিন চলাচল করে অফিস করা লোকজনের সাথে খেটে খাওয়া মানুষ স্বভাবে ও স্বল্প সময় যাতায়াত করতে পারবে। আগামীতে ঢাকার সাথে নরসিংদী ও নারায়ণগঞ্জে কমিউটার ট্রেন চালু করা হবে।
এই কমিউটার ট্রেনগুলো চালু হওয়ায় নিয়মিত চলাচলকারী শিক্ষার্থী ও কর্মজীবীসহ যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে। এছাড়া সময় এবং অর্থ সাশ্রয় হবে। নতুন এসব ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছন নানা শ্রেণী-পেশার লোকজন।
তারা বলছেন এতে বেশ খুশি গাজীপুরবাসী। ট্রেনগুলো হলো- তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪। ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে বিরতি দেবে এসব ট্রেন। সপ্তাহে তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার বন্ধ থাকবে।
মাত্র ২০ টাকা ভাড়ার বিনিময়ে গাজীপুর থেকে কমলাপুর পর্যন্ত চলাচলের সুবিধা পাচ্ছেন লোকজন। তবে বিশেষ শ্রেণীর ও জনবহুল এই জেলার রেলের যাত্রীদের আরও নানা ধরনের সেবা বৃদ্ধি করার দাবি রয়েছে সবার।