সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ঘেরাও ডিএমআরসি শিক্ষার্থীরাদের

ডা. মাহাবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ(১৮)-এর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ঘেরাও করেছেন কলেজের শিক্ষার্থীরা। পরে তারা কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর চালায়।

রোববার দুপুর ১টার সময় তারা কলেজের সামনে অবস্থান নেয়।

এসময় শিক্ষার্থীরা মেইন গেট ভেঙে ভেতরে ঢুকে ভাংচুর চালায়। এর আগে মুরগীটোলা মোড় ও রায়সাহেব বাজারের পুলিশের ব্যারিকেড ভাঙে শিক্ষার্থীরা। পরে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল কলেজের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে কলেজের ভবনের জানালার কাঁচ বেঙ্গে যায়। পাশ্ববর্তী সোহরাওয়ার্দী কলেজের বিতরে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা প্রবেশ করে ব্যাপক ভাঙ্চুর চালায়। কলেজের ভবনের সব কাঁচ ভেঙ্গে ফেলে।

এসময় সোহরাওয়ার্দী কলেজে কিছু শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। আতঙ্কিত হয়ে কান্না করতে করতে পরীক্ষারত শিক্ষার্থীরা বেরিয়ে যায়।

এসময় ডা. মাহাবুর রহমান মোল্লা কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের কয়েক হাজার শিক্ষার্থী রায়সাহেব বাজার মোড় থেকে শাখারীবাজার মোড় পর্যন্ত ব্লক করে দেন।

শিক্ষার্থীরা বলেন, অভিজিৎকে হাসপাতাল কতৃপক্ষ ভুল চিকিৎসা দিয়ে মেরেছে। আমরা এর বিচার চাই।

জানা যায়, ডেঙ্গু শক সিনড্রমে আক্রান্ত হয়ে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদার গত ১৬ নভেম্বর সকালে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। গত ১৮ নভেম্বর হাসপাতালে মৃত্যুরবণ করেন। অভিজিৎ এইচএসসি ২৪ এর ব্যাচ ছিল।

কিন্তু তার মৃত্যুকে কেন্দ্র করে ২০ ও ২১ নভেম্বরে হাসপাতাল অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ এদিন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর আক্রমণ করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ