অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাওয়া নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় পৌঁছেছেন। তাঁকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে। ড. ইউনূসকে বরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ রাত ৮টায় বঙ্গবভনে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে।
এরআগে গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ২টায় তিনি ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যসংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-একজন বেশিও হতে পারে।
সেনাপ্রধান বলেন, ‘(ড. ইউনূস) আগামীকাল দুপুরে দেশে এসে পৌঁছাবেন।
আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা তিন বাহিনীর প্রধান ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। রাজনৈতিক দল, ছাত্রদের বিভিন্ন ফোরাম ও নাগরিক সমাজসহ আমরা সবাই ওনাকে সাহায্য করব। আশা করি, তিনি সবার সহযোগিতায় অত্যন্ত সফলভাবে ওনার দায়িত্ব সমাপ্ত করতে সক্ষম হবেন।
’
এদিকে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় ড. ইউনূস বলেছেন, ‘কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়।’