মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

`স্থায়ী সমাধান ছাড়া রাজপথ ছাড়ব না’

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে শাহবাগে এসে জড়ো হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২টার দিকে মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে জমায়েত হন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, কোটার বিষয়ে উচ্চ আদালত থেকে যে রায় আসুক আমরা আমাদের আন্দোলন বন্ধ করব না। আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে।

তারা বলেন, আদালত যে রায় দিক আমরা স্বাগত জানাই। এই রায় কোনো স্থায়ী সমাধান না। যতক্ষণ পর্যন্ত না স্থায়ী সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। একবার বাতিল, আবার পুনর্বহাল, আবার বাতিল এই খেলা আমরা চাই না। এভাবে কানাকে বারবার হাইকোর্ট দেখানো যাবে না। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ