চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) মহাপরিচালক পদে নতুন নিয়োগ পেয়েছেন আকতার হোসেন। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (সংযুক্ত) মহাপরিচালকের (গ্রেড-২) কর্মকর্তার দায়িত্বে ছিলেন তিনি।
মঙ্গলবার (১৪ মে) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
আদেশে বলা হয়, বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের এ কর্মকর্তাকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-২) পদে পদায়ন করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জানা গেছে, ১৯৬৬ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন আকতার হোসেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য ক্যাডারের) নবম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৯১ সালের ২৬ জানুয়ারি তথ্য অফিসার পদে যোগদান করেন। ২০০৩ সালের ৩০ এপ্রিল উপ-পরিচালক/সিনিয়র তথ্য অফিসার হন। ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর পরিচালক বা উপ-প্রধান তথ্য অফিসার হন। ২০১৭ সালের ২৯ মার্চ ভাইস চেয়ারম্যান বা সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার হন।
২০২০ সালের ২৪ জুন মহাপরিচালক (গ্রেড-৩) এবং ২০২১ সালের ৩ জানুয়ারি মহাপরিচালক (গ্রেড-২) পদোন্নতি পান। ২০২১ সালে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে সংযুক্ত ছিলেন তিনি।