বাংলাদেশের বিপক্ষে তার দলের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় মোটেই নাখোশ নন শ্রীলংকা দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড। তবে কখনো কখনো এ প্রতিদ্বন্দ্বিতাটা সীমা অতিক্রম করে থাকে।
বাংলাদেশী খেলোয়াড়দের একটি ‘নাগিন নৃত্য’ লংকান খেলোয়াড়দের ক্ষুদ্ধ করলে ২০১৮ সাল থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে সম্পর্কটা সৌহার্দ্যপূর্ণ নয়। এরপর গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান শ্রীলংকার এ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইম আউট করলে বিষয়টিকে শ্রীলংকা ক্রিকেটের স্পিরিট বিরোধী হিসেবে আখ্যায়িত করেছে।
চলতি সফরে ২-১ ব্যবধানে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর শ্রীলংকান খেলোয়াড়রা ‘টাইমড আউট’ উদযাপন করে খোঁচা দিলে বিষয়টি আবারো ফিরে আসে। তবে বিষয়টি নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশী খেলোয়াড়রা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে, ‘টাইম-আউট’ ঘটনা থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি শ্রীলংকা, তবে তাদের বেরিয়ে আসা উচিত।
শান্ত বলেন, ‘আমি মনে করি, এটি থেকে তাদের বেরিয়ে আসা উচিত। তাদের বর্তমানে থাকা উচিত। আমরা নিয়মের মধ্যে ছিলাম (টাইম-আউট নিয়ে)। কিন্তু এটি নিয়ে তারা মেতে আছে। আমি এটি নিয়ে খুব বেশি চিন্তিত নই।’
তবে পরিস্থিতি যা তাতে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামীকাল শুরু হওয়া ওয়ানডে সিরিজেও টাইম আউট বিষয়টি বড় আকার ধারণ করবে বলেই মনে হচ্ছে।
শ্রীলংকা দলের প্রধান কোচ সিলভারউড আজ চট্টগ্রামে বলেন, ‘প্রতিদ্বন্দিতা অবশ্যই দারুন কিছু। আমি মনে করি আমাদের ভাল প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন। আমি যেমনটি টি-টোয়েন্টি সম্পর্কে বলেছি- এটি খুবই ভাল দিক ছিল এবং আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক কিছু ক্রিকেট খেলতে যাচ্ছি। আমি ওয়ানডে সিরিজেও একই প্রত্যাশা করছি। আমি এটাই আশা করছি, শক্তিশালী ক্রিকেট আশা করছি। উভয় দলই এটা চাইবে। আমার এটাই কল্পনা করা উচিৎ।’
ওয়ানডে সিরিজেও জিততে চাওয়া শ্রীলংকান কোচের বিশ্বাস সংক্ষিপ্ত ভাসনের সিরিজ জয় তাদেরকে মোমেন্টাম এনে দেবে।
তিনি বলেন, ‘অবশ্যই এ সিরিজটি আমরা আরো বেশি গুরুত্বসহকারে নিচ্ছি এবং আমি নিশ্চিত উভয় দলই সেটা করবে। আমরা এখন একটা নতুন চক্রের মধ্যে আছি এবং আমরা একটি নিজস্ব ব্র্যান্ড তৈরি করছি, যেটা আমরা পরের বিশ্বকাপে খেলতে চাই। এটা এমন কিছু যা আমরা দলের মধ্যে সৃষ্টি করতে চাই।’