রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঐতিহাসিক ৭ মার্চে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবার পেল ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা

ঐতিহাসিক ৭ মার্চে পটুয়াখালীর কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারের হাতে ৪২ বান্ডেল ঢেউ টিন, নগদ ১ লক্ষ ২৬ হাজার টাকা ও শুকনা খাবার তুলে দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্থানীয় শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়াম গ্রাউন্ডে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রতিমন্ত্রী এ সহায়তা তুলে দেন । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা দুর্যোগ ও ত্রান কর্মকর্তা মো: হুমায়ুন কবির প্রমূখ।

এর আগে সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্প স্তবক অর্পন করেন প্রতিমন্ত্রী। সকাল ১০টায় উপজেলা প্রশাসন অয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।

কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, আওয়ামীলীগের সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, ব্যবসায়ী প্রতিনিধি দিদার উদ্দিন আহমেদ মাসুম, আইনজীবী প্রতিনিধি অ্যাডভোকেট সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান মো: বাবুল মিয়া, শিক্ষক প্রতিনিধি সালমা কবির প্রমূখ। পরে ৭মার্চ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত মাধ্যমিক পর্যায়ে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন, মাদ্রাসা পর্যায়ে ইসলাম প্রসারে বঙ্গবন্ধুর ভূমিকা এবং প্রাথমিক পর্যায়ে জাতির জনকের ভাষনের চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রতিমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ