সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে ছাত্রলীগের মতবিনিময় সভায় দু পক্ষের হাতাহাতি

পটুয়াখালীতে বাউফল উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের মতবিনিময় সভা চলাকালীন সময়ে ছাত্রলীগের পদ প্রত্যাশী ইলিয়াস ও ইউসুফ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের উপস্থিতিতে জেলা আওয়ামীলীগ অফিসে এ ঘটনা ঘটে।

জানাগেছে, বাউফল উপজেলা, পৌর ও কলেজ শাখার মতবিনিময় সভা চলাকালীন সময়ে জেলা আওয়ামীলীগ অফিসের ভেতরে প্রবেশ করতে গিয়ে বাউফল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ইলিয়াস ও ইউসুফ গ্রুপের নেতাকর্মীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত করেন।

বাউফল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ইলিয়াস জানান, নেতাকর্মীদের মধ্যে কিছু বেয়াদব বা উশৃংখল লোক থাকেই তাদের মধ্যে একটু সমস্যা হয়েছে। তবে তা সেটা সিনিয়রদের মধ্যে হয়নি এবং যেটা হয়েছে সেটা সঙ্গে সঙ্গে সমাধান হয়।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জানান, জেলা আওয়ামীলীগ অফিসের ভেতরে জায়গা কম থাকা এবং মতবিনিময় সভায় প্রায় দুই থেকে তিন হাজারের মত কর্মী হওয়ায় ভেতরে প্রবেশ করতে গিয়ে হাল্কা গ্যাদারিংয়ের সৃষ্টি হয়। তবে মতবিনিময় সভায় হাতাহাতি বা মারামারির কোন ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ কাজী আলমগীর জানান, বাউফল উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের মতবিনিময় সভা ও হাতাহাতির সম্পর্কে আমি কিছুই জানিনা। তবে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যদি হাতাহাতি হয়ে থাকে সেটা তাদের থেকে আশা করিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ