সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেপালে ভূমিকম্পে নিহত ১২৮

নেপালে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ১২৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্ত ১৪০ অনেকে। শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলে জাজারকট এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। প্রথমে ৬৯ জন নিহতের খবর জানানো হলেও পরে তা বেড়ে এখন ১২৮ জনে দাঁড়িয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ভূমিকম্পে ওই এলাকার ঘরবাড়ি ও ভবনগুলো বিধ্বস্ত হয়ে গেছে। ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। নয়া দিল্লির অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেপালের জাতীয় ভূকম্পন কেন্দ্র বলেছে, ভূমিকম্পটি ৬.৪ মাত্রার ছিল। তবে জার্মান গবেষণা সংস্থা সায়েন্সেস (জিএফজে) পরে বলেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। আর যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, ভূমিকম্পটি ৫.৬ মাত্রার ছিল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ