দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহার প্রণয়নে তৃণমূল পর্যায়ের মানুষের মতামত চাওয়া হয়েছে। এই মতামত জানতে চেয়ে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ জেলা/ মহানগর/ উপজেলা/ থানা ও পৌর আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ এবং আহবায়ক ও যুগ্ম আহবায়কের কাছে চিঠি পাঠিয়েছেন।
গত ১৪ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ স্বাক্ষরিত চিঠিত বলা হয়, প্রিয় সহকর্মী, আপনি অবগত আছেন যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটি গঠিত হয়েছে। এই কমিটি ইতোমধ্যে ইশতেহার প্রণয়ন কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরী করার লক্ষ্যে দেশের তৃণমূল পর্যায়ের মানুষের মতামত নেওয়ার প্রয়োজন রয়েছে।
এ লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি উপজেলা কমিটি স্ব স্ব উপজেলায় সভা আহবান করে কৃষক , শ্রমিক, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সমাজের নিন্ম আয়ের মানুষের প্রতিনিধিদের সাথে আলোচনা করে আগামী জাতীয় সংসদ উপলক্ষ্যে আওয়ামী লীগের কাছে তাদের প্রত্যাশা কী, এ লক্ষ্যে ইশতেহারে কোন কোন বিষয় অর্ন্তভূক্ত করা যায় বলে তারা মনে করেন, এ সম্পর্কিত প্রতিবেদন আগামী ২ নভেম্বর ২০২৩ এর মধ্যে ইশতেহার প্রণয়ন উপ-কমিটির কাছে প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
মতামত প্রেরণের ঠিকানা:
সদস্য সচিব
নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটি
বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়
বাড়ী-৫৩, সড়ক-৩/এ, ধানমন্ডি (এ/বা) ঢাকা।
E-mail: albldatabase@gmail.com