শুক্রবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসির কাছে অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্পর্কে জানতে চাইলেন মার্কিন পর্যবেক্ষকরা

নির্বাচন কমিশনের (ইসি) কাছে দেশের অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। এছাড়াও তারা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসি ও সরকারের ভূমিকা সম্পর্কেও জানতে চেয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে তিন মাসেরও কম। এমন সময় বাংলাদেশের নির্বাচনী পরিবেশ যাচাই করতে ঢাকায় অবস্থান করছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল।

প্রথম তিনদিনের দৌড়ঝাঁপে রাজনৈতিক দল, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে তাদের।

মঙ্গলবার (১০ অক্টোবর) সফরের চতুর্থ দিনের শুরুতে মার্কিন প্রতিনিধিদের গন্তব্য ছিল রাজধানীর আগারগাঁওয়ের ইসি কার্যালয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে আলোচনায় বসেন ইসির ১২ সদস্য, অপরদিকে ৯ মার্কিন প্রতিনিধি। দেড় ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সিইসি গণমাধ্যমকে জানান, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পদ্ধতি সম্পর্কে ইসির কাছে জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল।

সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি ও সরকারের ভূমিকা সম্পর্কেও আলোচনা হয় মার্কিন পর্যবেক্ষকদের সঙ্গে। এ ছাড়াও মঙ্গলবার নারী সংসদ সদস্য, আইনজীবীসহ বেশ কিছু সংগঠনের সঙ্গে আলোচনা করবে মার্কিন প্রতিনিধি দলটি।

এর আগে, সোমবার (৯ অক্টোবর) ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল জাতীয় পাটি এবং বিএনপির সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। শনিবার (৭ অক্টোবর) দলটি বাংলাদেশে আসে।

দেশটির অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধি দলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। প্রাক নির্বাচন পর্যবেক্ষণকারী দলটি পর্যায়ক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে।

বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও হাইকমিশনগুলোর প্রতিনিধির সঙ্গেও আলোচনা করার কথা রয়েছে তাদের।

দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার উপায়গুলো বোঝার চেষ্টা করছেন পর্যবেক্ষক দলের সদস্যরা। সফরের দ্বিতীয় দিন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে সাক্ষাতেও বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি সম্পর্কে ধারণা নেন তারা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ