বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সেনাবাহিনীর তত্ত্বাবধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছলো পারমাণবিক জ্বালানি

নিশ্চিদ্র নিরাপত্তা ও কঠোর প্রটোকলের মধ্য দিয়ে পারমাণবিক জ্বালানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫ টায় সশস্ত্র বাহিনী বিভাগ এর নির্দেশনায়, বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

বাংলাদেশ সেনাবাহিনীর Nuclear Security and Physical Protection System Cell (NSPC) এর প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল ইরফানুল ইসলাম খান, পিএসসি এর সার্বিক তত্ত্বাবধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম ব্যাচের জ্বালানী আনুমানিক দুপুর ১টা ১৫ মিনিটে পাবনার রূপপুরে পৌঁছায়।

এই কনভয়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবহিনীর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, র‍্যাপিড একশন ব্যাটালিয়নসহ অন্যান্য সকল গোয়েন্দা সংস্থার সদস্যগণ এতে অংশগ্রহণ করে। উক্ত পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আগমনের ফলে ইতোমধ্যে বাংলাদেশ বিশ্বের ৬২তম দেশ হিসেবে ‘নিউক্লিয়ার ক্লাব’ (Nuclear Club) এ অন্তর্ভুক্ত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ১ম ব্যাচ এর পারমাণবিক জ্বালানী নিরাপদ পরিবহনে বাংলাদেশ সেনাবাহিনীর সামগ্রিক অংশগ্রহণ বাংলাদেশকে বিশ্বের বুকে নতুনরূপে তুলে ধরার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন খাতে এক অন্যান্য বিপ্লবের অধ্যায় উম্মোচনে অগ্রণী ভুমিকা পালন করছে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশান ফেডারেশন হতে আমদানিকৃত ১ম ব্যাচ এর পারমাণবিক জ্বালানি গতকাল ২৮ সেপ্টেম্বর ২০২৩ বিকেল ২.৩০ মিনিটে বিশেষ বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পারমাণবিক জ্বালানীর আগমন উপলক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গসহ বিভিন্ন সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাগণ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এ পারমাণবিক জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় নিরাপদ পরিবহনের লক্ষ্যে বিমানবন্দরে অবতরণের পূর্বেই বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে গতকাল বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমী ভবণে স্থাপিত নিয়ন্ত্রণ কেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ