ঈদুল আজহার আগে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও তিনটি প্রতিষ্ঠান থেকে ৯২৫ মিলিয়ন ডলার ঋণ পাওয়ার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ১৫ বিলিয়ন ডলারে। যা গতকাল ছিল ৩০ দশমিক ৮৪ বিলিয়ন ডলার। যা গত বছরের জুন মাসের শেষে ছিল ৪১ দশমিক ৮২ বিলিয়ন ডলার।
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ৯২৫ মিলিয়ন ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ। এর আগে, গত ২১ জুন রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়ায়।
বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরে এ পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রায় ১৩ দশমিক ৫ বিলিয়ন ডলার বিক্রি করেছে। এ কারণেও রিজার্ভ কমেছে।
বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসীরা প্রচুর রেমিট্যান্স পাঠাচ্ছেন। চলতি মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা ২.২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত বছরের জুনের প্রথম ২৩ দিনে ছিল ১.২৮ বিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ জুন পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২১.৪৩ বিলিয়ন ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ জুন পর্যন্ত যা ছিল ২০.৪৮ বিলিয়ন ডলার।