সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্তানের শাসকদের পূর্ব পাকিস্তানের কথা মনে করালেন ইমরান খান

পাকিস্তানে বিপর্যয় অনিবার্য! পূর্ব পাকিস্তানের কথা মনে করিয়ে ভিডিয়োবার্তা দিলেন ইমরান
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান বলেন, ‘‘এটাই উপযুক্ত সময়, ক্ষমতাসীন ভাল ভাবে ভেবে দেখুক কী চলছে। না হলে আমাদের দেশেও পূর্ব পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি হবে।’’

পাকিস্তানের শাসকদের পূর্ব পাকিস্তানের কথা মনে করালেন ইমরান খান। — ফাইল ফটো।

আসন্ন বিপর্যয়ের দিকে এগোচ্ছে পাকিস্তান, দেশ ভেঙে যেতে পারে! ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর অভিযোগ, পাকিস্তানের শাসকপক্ষ তাঁর দলের বিরুদ্ধে সেনাকে লেলিয়ে দিতে চাইছে। লাহোরের জ়ামান পার্কের বাসভবন থেকে একটি ভিডিয়োবার্তায় এ কথা বলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধান।

ইমরানের অভিযোগ পাকিস্তানের ক্ষমতাসীন শাসকপক্ষের দিকে। তিনি বলেন, ‘‘পিডিএম নেতা এবং নওয়াজ শরিফ দেশের সংবিধানের ভবিষ্যত, রাষ্ট্রীয় সংস্থা বা সেনার ভাবমূর্তি নষ্ট হওয়া নিয়ে একদমই চিন্তিত নন। তাঁদের একমাত্র লক্ষ্য নিজেদের আখের গুছিয়ে নেওয়া।’’ এর পরেই পিটিআই প্রধান বলেন, ‘‘আমি দুঃস্বপ্ন দেখেছি যে, আমাদের দেশ এক ভয়াবহ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমি ক্ষমতাসীনদের কাছে আবেদন করছি, দয়া করে নির্বাচন করুন এবং দেশকে বাঁচান।’’

গত ৯ মে তাঁকে ইসলামাবাদ হাই কোর্ট চত্বর থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তা নিয়েও মুখ খুলেছেন ইমরান। গোটা বিষয়টিকে একটি ষড়যন্ত্র আখ্যা দেন তিনি। এই প্রসঙ্গেই ইমরানের মুখে উঠে আসে পূর্ব পাকিস্তান প্রসঙ্গ। তিনি বলেন, ‘‘এটাই উপযুক্ত সময়, ক্ষমতাসীন ভাল ভাবে ভেবে দেখুক কী চলছে। না হলে আমাদের দেশেও পূর্ব পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি হবে।’’

ইমরানের অভিযোগ, পাকিস্তানের ক্ষমতাসীন জোট তাঁর দলের বিরুদ্ধে সেনাকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে। সে সম্পর্কে ইমরান বলেন, ‘‘আমি যখন সেনাকে নিয়ে কিছু বলি তখন আমি সে ভাবেই বলি যেন আমি আমার সন্তানের সমালোচনা করছি।’’

প্রসঙ্গত, গত ৯ মে থেকে পাকিস্তানের পুলিশ-প্রশাসনের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েছেন ইমরানের দলের কর্মী, সমর্থকেরা। পুলিশের দাবি, এই সংঘর্ষে ১০ জন পিটিআই কর্মীর প্রাণ গিয়েছে। যদিও ইমরানের দাবি, অন্তত ৪০ জন নেতা, কর্মীকে পরিকল্পনা করে পুলিশ দিয়ে খুন করিয়েছে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ