রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘আমি অভিনয়টাই শুধু করতে চাই’

দীর্ঘদিন অভিনয়ের বাইরেই নানা আলোচনায় তিনি ছিলেন। তবে আবারও খানিক বিরতি নিয়ে দারুণ কিছু কাজের সাথে ফিরছেন পূজা চেরী।

সম্প্রতি ওয়েবফিল্ম ‘পরী’তে অভিনয় করেছেন তিনি। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দীপ্ত প্লেতে আসছে ওয়েবফিল্মটি।

ওয়েবফিল্ম প্রসঙ্গে পূজা চেরী বলেন, ‘একজন শিল্পীর প্রধান চাওয়া হলো ভালো কাজ করে যাওয়া। সেটিই আজীবন চাই। আমাকে নিয়ে প্লিজ অপ্রাসঙ্গিক কোনো আলোচনা করবেন না। আমি অভিনয়ের মানুষ। অভিনয়টাই শুধু করতে চাই।’

এরইমধ্যে প্রকাশ পেয়েছে ওয়েবফিল্মটির ফার্স্টলুক পোস্টার। ওয়েবফিল্মটি তৈরি হয়েছে বাংলাদেশে ঘটে যাওয়া এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে। হিউম্যান ট্রাফিকিং নিয়ে এর গল্প হলেও এখানে ড্রামা, রোমান্স, থ্রিল সবকিছুই থাকবে বলে জানিয়েছেন অভিনেতা জোভান। এখানে তাকে দেখা যাবে দেশীয় শোবিজের একজন বড় তারকা অর্থাৎ সুপারস্টার চরিত্রে। নাম চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। পাচারকারীদের খপ্পড়ে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কী ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রেটি অভিনেতা। কিন্তু পর্দার এই নামী অভিনেতা কী সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক?

মাহমুদুর রহমান হিমির নির্মিত ওয়েবফিল্মটিতে জোভান-পূজা ছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ