শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদের ছবিতে শাকিব-বুবলী

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে নায়িকা বুবলীর বিয়ে থেকে শুরু করে সন্তান জন্মদান এবং পরবর্তীতে ডিভোর্সের গুঞ্জন চাউর হয়েছে ক’দিন আগে। বর্তমানে তারা আলাদা থাকছেন। দ্রুতই আসতে পারে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদের খবরও। এদিকে শাকিব-বুবলী জুটি যখন ভাঙতে বসেছিল, তখন ‘লিডার- আমিই বাংলাদেশ’ ছবির জন্য চুক্তিবদ্ধ করান পরিচালক তপু খান। সেই থেকে ছবিটি নিয়ে ভক্ত এবং দর্শকদের আগ্রহ তুঙ্গে। এখন শুধু মুক্তির অপেক্ষা। সিনেমাটি নিয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে রোজার ঈদে মুক্তি পাবে শাকিব-বুবলী অভিনীত সিনেমাটি। এর আগে গেল বছরের ১৫ই নভেম্বর সেন্সর বোর্ডে জমা দেয়া হয় সিনেমাটি। বোর্ডের সদস্যরা এটিকে বিনা কর্তনের ছাড়পত্র দেয়। সেইসঙ্গে প্রশংসা আদায় করে নেয় ছবিটি।

ছবিটিতে শাকিবের নায়িকা শবনম বুবলী।

জানা গেছে, আসছে ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা চলছে। গত বছরের ১৮ই ফেব্রুয়ারি রাতে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে সিনেমাটির নাম ঘোষণা এবং শিল্পীদের সঙ্গে ছাড়াও শাকিব খান, শবনম বুবলীর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। এর মাধ্যমে দীর্ঘদিন পর আড়াল থেকে প্রকাশ্যে আসেন বুবলী। একই বছরের ২৫শে মে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয়। মাঝে শাকিব যুক্তরাষ্ট্র চলে যাওয়ায় লম্বা সময় ছবিটির কাজ বন্ধ ছিল। পরবর্তীতে দেশে এসে সিনেমাটির কাজ শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ