শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ,উভয় দেশের সীমান্ত নিয়ে আলোচনা

ভারতে সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা বাংলাদেশ ভারতের সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্ত নিরাপত্তাসহ পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

আজ শুক্রবার দিল্লিতে তাজ প্যালেসে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালেয়র সিনিয়র তথ্য অফিসার মোঃ শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ভারতের সীমান্ত ব্যবস্খাপনা, সীমান্ত নিরাপত্তাসহ পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিবিধ বিষয়ে আলোচনা হয়। সীমান্তে হত্যা শুন্যে নিয়ে আসার লক্ষে আলোচনা হয়।

জোড়পূর্বক বাস্তুচ্যূত মায়ানমার নাগরিকদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সবধরণের সহযোগিতা থাকবে বলে ভারতের পক্ষ থেকে বলা হয়।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলো ভারত। ঠিক তেমনি ভবিষ্যতে যে কোন প্রয়োজনে পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে পাশে থাকবে দুই দেশ।

ভারতের দিল্লিতে অনুষ্ঠিত দুইদিনব্যাপী (১৮-১৯ নভেম্বর) 3rd ‘No Money for Terror’ Ministerial Conference (NMFT) এ অংশ নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব আবু হেনা মোস্তফা জামান , উপ হাইকমিশনার মোঃ নুরল ইসলাম, মিনিস্টার (কনস্যুলার) সেলিম মোঃ জাহাঙ্গীর ও ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ