খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে নবীর ফলের দোকানের সামনে থেকে ২৭ লিটার চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫ টার দিকে গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়নের মো. নুরুন্নবীর ফলের দোকানের সামনে থেকে ২৭ লিটার চোলাইমদ ও একটি বাজাজ মোটরসাইকেলসহ উথোয়াই মারমা(২৬) নামের ১ জনকে আটক করেছে পুলিশ। আটকৃত উথোয়াই মারমা গুইমারা উপজেলার হেডম্যানপাড়া এলাকার মংশে মারমার ছেলে।
আটকৃত উথোয়াই মারমার বিরুদ্ধে গুইমারা থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ২৪(খ)/৩৮ মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার এসআই সুজন কুমার চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে ২৭ লিটার চোলাই মদ ও বাজাজ মোটরসাইকেলসহ একজনকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।