শুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজমীর শরীফ দরগাহ পরিদর্শনে জয়পুরে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমীরে সুফি সাধক মইনুদ্দিন চিশতির দরগাহ জিয়ারতের জন্য রাজস্থানের জয়পুরে পৌঁছেছেন।বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইট সকাল ৯টায় নয়াদিল্লি থেকে জয়পুরের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি জয়পুর পৌঁছায়।

প্রধানমন্ত্রী জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান রাজস্থান রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী বুলাকি দাস কাল্লা।এসময় একটি সাংস্কৃতিক দল রাজস্থানের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায়। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের উৎসাহ দেন।

জয়পুর থেকে আজমীর শহরে যাবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সেখানে খাজা গরীবে নেওয়াজ খ্যাত সুফি সাধক মইনুদ্দিন চিশতি দরগাহ শরীফ পরিদর্শন করবেন তিনি।এ দরগাহ পরিদর্শনের মাধ্যমেই প্রধানমন্ত্রী তার চারদিনের ভারত সফর শেষ করবেন এবং ঢাকায় ফিরে আসবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত ৫ সেপ্টেম্বর নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ