শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৭ম আনোয়ার ইস্পাত ও আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গল্ফ টুর্নামেন্টের উদ্বোধন

আর্মি গল্ফ ক্লাবে আজ বুধবার (৪ অক্টোবর) ‘৭ম আনোয়ার ইস্পাত ও আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গল্ফ টুর্নামেন্ট-২০২৩’ এর উদ্বোধন করেন জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া এবং প্রেসিডেন্ট আর্মি গল্ফ ক্লাব মেজর জেনারেল মোঃ মঈন খান, এনডিসি, পিএসসি।

এ সময় আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ; চেয়ারম্যান, টুর্নামেন্ট কমিটি, আর্মি গল্ফ ক্লাব; প্রধান নির্বাহী অফিসার, আর্মি গল্ফ ক্লাব; সদস্য সচিব, আর্মি গল্ফ ক্লাব, পরিচালক, আর্মি গল্ফ ক্লাব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অ্যামেচার গল্ফারদের নিয়ে সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান এই পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটির আয়োজন করা হয়। টুর্নামেন্টটিতে দেশীয় গল্ফারদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি গল্ফারও অংশগ্রহণ করে। চলমান এই গল্ফ টুর্নামেন্ট আগামী ০৫ অক্টোবর ২০২৩ তারিখে সমাপ্ত হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ