সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩৫০০ জন প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে উফশী, হাইব্রীড জাতের বীজ ও রাসায়নিক সার

পটুয়াখালীর কলাপাড়ায় ৩৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে উফশী, হাইব্রীড জাতের বীজ ও রাসায়নিক সার পেয়েছে।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের
আয়োজনে ২০২২-২৩ রবি মৌসুমে ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী, হাইব্রীড জাতের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।

কলাপাড়া ইউএনও শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমূখ।

কৃষি বিভাগ সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় খাদ্য উৎপাদন বাড়াতে ও মাঠ পর্যায়ে কৃষি ব্যবস্থাপনা জোরদার করতে সরকারের কৃষি প্রনোদনার আওতায় ১৫০০ জন কৃষককে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের ব্রী-৬৭, ব্রী-৯২, ব্রী-৭৪, ব্রী ৮৯ ও বীনা-১০ জাতের ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) ও ১০ কেজি ডাই এমোনিয়াম ফসফেট (ড্যাপ) রাসায়নিক সার বিতরন করা হয়।

এছাড়া ২০০০ জন কৃষককে বিএডিসি’র হাইব্রীড জাতের এসএল এইট-এইচ জাতের ২ কেজি করে বিনামূল্যে বীজ বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ