নিউজফ্ল্যাশ প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, র্যাব, আনসার ও যৌথ বাহিনীর সদস্যরা শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে বাধার সম্মুখীন হচ্ছেন অনেকে। মারধর ও হেনস্তার শিকারও হয়েছে কয়েকজন।
তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য জানানো হয়নি।
ধানমণ্ডি ৩২ এলাকায় অবস্থান নিতে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষীকিতে কেউ শ্রদ্ধা জানাতে আসলে তাদের ধাওয়া ও মারধরের ঘটনা ঘটছে।
শুক্রবার সকাল ১০টার দিকে শেরেবাংলা নগর থেকে ফুল নিয়ে আসা এক নারীকে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশে বাধা দেয় পুলিশ।
হালিমা নামে ওই নারী নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবি করেন। পরে বাধার মুখে তিনি দ্রুত ধানমণ্ডি ৩২ নম্বর ত্যাগ করেন।
আরেক দম্পতি ধানমণ্ডি ৩২ নম্বরে এসে শ্রদ্ধা জানাতে চান। পিরোজপুরের খন্দকার ওয়ালিউল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করতে ঢাকায় এসেছেন বলে দাবি করেন।
তিনি দাবি করেন, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকে ইতোমধ্যে দুইবার পবিত্র কোরআন খতম দিয়েছেন। ওয়ালিউল্লাহ বলেন, “কোরআন খতম দিয়ে বঙ্গবন্ধুর জন্য দোয়া করতে আসছি।” তবে বাধার মুখে পড়েন তারা।
ভাইরাল সিদ্দিক ধানমণ্ডিকে এসে মারধরের শিকার হন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বলে দাবি করেন।
আজ ধানমণ্ডি ৩২ নম্বরে এসে সিদ্দিক দাবি করেন, তিনি বিএনপি করেন। মারধরের পর তাকে পুলিশ নিয়ে যায়।
এ ছাড়াও শুক্রবার সকাল থেকে বেশ কয়েকটি ধাওয়ার ঘটনা দেখা গেছে ধানমণ্ডি ৩২ নম্বরে। কাউকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষীকি উপলক্ষে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি।
ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক বলেন, কেউ যাতে কোনও ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি বা নাশকতা করতে না পারে, সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন আছে।