রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

৩০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে শ্রীলংকা

১৭৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমেই বিপাকে শ্রীলংকা ক্রিকেট দল। ৫.১ ওভারে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে স্বাগতিকরা।

ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে শামীম হোসেন পয়েন্ট থেকে সরাসরি অসাধারণ থ্রোয়ে লন্ডভন্ড করে দেন স্টাম্প, দলীয় ১৯ রানেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন কুশাল মেন্ডিস। তিনি ৫ বলে ৮ রানে ফেরেন। অথচ বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি।

প্রথম টি-টোয়েন্টিতে ৭৩ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন। তার আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৪৫, ৫৬ ও ১২৪ রানের ইনিংস খেলে তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরা হন মেন্ডিস।

মেন্ডিস আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে শরিফুল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কুশাল পেরেরা। তার বিদায়ে ২.৫ ওভারে ২১ রানে ২ উইকেট হারায় শ্রীলংকা।

দলীয় ২৫ রানে শরিফুলের দ্বিতীয় শিকারে পরিণত হন আভিস্কা ফার্নান্দো। তিনি ক্যাচ তুলে দিয়ে ফেরেন। দলীয় ৩০ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শ্রীলংকান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

এর আগে বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে লিটন কুমার দাস ও শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান করে বাংলাদেশ।

দলের হয়ে ৫০ বলে এক চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৬ রান করে ফেরেন লিটন দাস। ইনিংসের শেষ দিকে ব্যাচ করতে নেমে মাত্র ২৭ বলে ৫টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৪৮ রান করে রান আউট হয়ে ফেরেন শামীম পাটোয়ারী।

রোববার ডাম্বুলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২ ওভারে ৭ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

সেই অবস্থা থেকে ৫৫ বলে ৬৯ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস।

এরপর মাত্র ২ রানের ব্যবধানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ২৫ বলে দুই চার আর এক ছক্কার সাহায্যে ৩১ রান করে ফেরেন তাওহিদ হৃদয়। এরপর মাঠে নেমেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন মেহেদি হাসান মিরাজ।

পঞ্চম উইকেটে শামীম হোসেন পাটোয়ারীকে সঙ্গে নিয়ে ৩৯ বলে ৭৭ রানের জুটি গড়েন লিটন দাস। এই জুটিতেই ক্যারিয়ারের ১০৩তম ম্যাচে ১২তম ফিফটি হাঁকান লিটন দাস। এদিন তিনি ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রান করেন লিটন। এর আগে ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৩ রানের ইনিংস খেলেন লিটন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ