শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

২৮ অক্টোবর ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: হারুন

ফাইল ফটো।

জাতীয় নির্বাচন ঘিরে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশ করবে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। এ সমাবেশ ঘিরে শঙ্কায় সাধারণ মানুষ। তবে এ সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার (২২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, ‘আগামী ২৮ তারিখের সমাবেশ ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। অতীতের মতোই শান্তিপূর্ণ সমাবেশ হবে বলে আশা করি।’

এ ছাড়া ওয়ারেন্টের আসামি যারা আছেন, তাদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার।

এর আগে গতকাল শনিবার (২১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগের যেকোনো সমাবেশে আমরা কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। পুলিশসহ গোয়েন্দা সংস্থা কাজ করছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা দেখেছি ২০১৩-১৪ সালে রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা করা হয়েছিল। শুধু ঢাকা নয়, সারা দেশেই নানা অপচেষ্টা করা হয়েছে। এমন কোনো কিছুর যেন পুনরাবৃত্তি না হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। এমন কোনো বিশৃঙ্খলা বা অরাজকতার খবর পেলে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোর হস্তে দমন করা হবে।’

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে আমাদের পক্ষ থেকে বাধা নেই। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের জানমালের ক্ষতি করা হলে পুলিশ বসে থাকবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ