বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

২০শে এপ্রিল আসছে ‘মহানগর টু’

বর্তমান সময়ে মানুষের কাছে বিনোদনের স্বাদ গ্রহণের অন্যতম মাধ্যম ওটিটি। ২০২১ সালে মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ ‘মহানগর’ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল দুই বাংলাতেই। আশফাক নিপুণের পরিচালনায় এই সিরিজের প্রথম সিজনে ওসি হারুনের চরিত্রে নজর কাড়েন মোশাররফ। তার সেই অভিনয়ের ম্যাজিক এখনো ছড়িয়ে আছে দর্শকদের হৃদয়ে। এবার দীর্ঘদিন অপেক্ষার পরে গতকাল প্রকাশ হলো ‘মহানগর টু’র ট্রেলার। স্বাভাবিকভাবেই ট্রেলারে সিরিজটির মুখ্য চরিত্র ওসি হারুনের উপস্থিতি বেশি। দুই মিনিটের ট্রেলারেও তার ভাবই প্রকাশ পায়।

‘মহানগর টু’তে অভিনয় নিয়ে মোশাররফ করিম বলেন, ওসি হারুন আমার অভিনীত চরিত্রগুলোর মধ্যে অন্যতম পছন্দের। এই চরিত্রের প্রতি মানুষের যে ভালোবাসা, প্রশংসা এবং পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তা আমার এবং পুরো ‘মহানগর’ টিমের জন্য সত্যি অনেক বড় পাওয়া। দ্বিতীয় সিজনের গল্পে এমন কিছু পাওয়া যাবে যা আগে কখনো কেউ দেখেনি, এই ট্রেলারটি কেবল তার ছোট্ট একটি ঝলক।

ধারণা করা হচ্ছে এ সিজনে রাখা হয়নি মোস্তাফিজ নূর ইমরানকে। মোশাররফ করিমের সঙ্গে আছেন আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা, বৃন্দাবন দাস, তানজিকা আমিন ও ‘কারাগার’খ্যাত তরুণ অভিনেতা দিব্য জ্যোতি প্রমুখ। আগামী ২০শে এপ্রিল থেকে ভারতীয় ওটিটি প্ল্যাটফরম হইচই-তে দেখা যাবে ‘মহানগর টু’।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ