বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হুতিদের ভয়ে লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করল মারেস্ক

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলার ভয়ে লোহিত সাগর দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে জাহাজ ও সামুদ্রিক পথে পণ্য পরিবহন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মারেস্ক। শুক্রবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠানটি।

শনিবার (১৬ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স, ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার বোমা হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যে ইসরাইলি মালিকানাধীন জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী। হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষা পাচ্ছে না তেল আবিবের জাহাজ।

প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের হামলার ভয়ে ইয়েমেনের উপকূলবর্তী সমুদ্রপথ ব্যবহারের বদলে আফ্রিকা ঘুরে জাহাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে মারেস্ক। একইসঙ্গে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লোহিত সাগরে নিজেদের জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা।

বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, বৃহস্পতিবার জিব্রাল্টার জাহাজে প্রায় হামলা হয়েছে। শুক্রবার আবার একটি কন্টেইনার জাহাজে হামলা হয়েছে। এসব ঘটনার জেরে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী বাব এল মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী আমাদের সব জাহাজকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত যাত্রাবিরতি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

একদিনে দুটি জাহাজে হামলা চালানোর পর হুতিরা এক বিবৃতিতে দাবি করে এগুলো ইসরাইলে যাচ্ছিল। তাদের উপকূল দিয়ে ‘ইসরাইলগামী ছাড়া’ বিশ্বের যে কোনো দেশের জাহাজ যেতে পারবে বলে জানায় ইরানপন্থি এ গোষ্ঠীটি।

এরআগে শনিবার ( ৯ ডিসেম্বর) এক বিবৃতিতে হুতির একজন মুখপাত্র বলেন, ‘যদি গাজা প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ না পায়, তাহলে লোহিত সাগরে ইসরাইলগামী সব জাহাজে আমাদের সশস্ত্র বাহিনী হামলা করবে।’

সম্প্রতি লোহিত সাগর এবং বাব আল-মান্দাব প্রণালীতে ইসরাইল সংশ্লিষ্ট বেশ কয়েকটি জাহাজে হামলা ও দখল করেছে। এছাড়াও তারা ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন নিক্ষেপ করেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ