বনানী এলাকায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছে।
সোমবার বিকালে রাজধানীর বনানী এলাকা তাদের আটক করা হয়েছে।
আটক দুজন হলেন-শেখ শহীদুল্লাহ বিল্পব ও সানোয়ার গাজী। আটককালে তারা নিজেদের বনানী থানা শ্রমিক লীগের নেতা বলে পরিচয় দেন। তবে তখন তাদের আটকের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি পুলিশ।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে ১০-১৫ জনকে তারা হেফাজতে নিয়েছেন। ঘটনায় তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আটকের বিষয়ে পরে কথা বলছি।’
রাত পৌনে ৯টার দিকে পুলিশ চারজনকে আটকের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি।
ডিএমপি গণমাধ্যমকে পাঠানো এক খুদেবার্তায় জানায়, ‘ঘটনাটি পুরোপুরি ভোটকেন্দ্রের বাইরে ঘটে। এতে কেন্দ্রের ভেতর ভোটগ্রহণে কোনো সমস্যা সৃষ্টি হয়নি। পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের ডিসি রিফাত রহমান শামীম বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।