দীর্ঘ ১৭ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন যুক্তরাজ্যের ‘দ্য লন্ডন ক্লিনিকে’ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন। তবে বাসায় থাকা অবস্থায় লন্ডনের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।
লন্ডন স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৯টায় এবং বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় ‘দ্য লন্ডন ক্লিনিক’ থেকে ছাড়পত্র পান বেগম খালেদা জিয়া। এর পরপরই ক্লিনিক ত্যাগ করেন তিনি। বেগম জিয়ার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে বাসায় নিয়ে যান। এসময় সঙ্গে তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বাসায় যাওয়ার পথে হাসিমুখে দেখা যায় সাবেক এই প্রধানমন্ত্রীকে।
বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে বাড়ি ফেরায় বেশ উচ্ছ্বসিত লন্ডনের স্থানীয় নেতাকর্মীরা। তারাও দোয়া চেয়েছেন বেগম জিয়ার পুরোপুরি সুস্থতার জন্য।
এদিন তারেক রহমান লন্ডনের স্থানীয় সময় বাদ এশা বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলেন মসজিদে প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর জন্য অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। মা বেগম খালেদা জিয়া ও ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোসহ গণতন্ত্র-আন্দোলনে সকল আত্মত্যাগীদের জন্য দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
পুরোপুরি সুস্থ হয়ে বেগম জিয়া দ্রুতই দেশে ফিরবেন বলে প্রত্যাশা নেতাকর্মীদের।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন আসেন। হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিক’–এ ভর্তি করা হয়।