শারীরিক অসুস্থতাবোধ করায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিএসএমএমইউ সূত্রে এ তথ্য জানা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকাল ১০টা ৫ মিনিটে শারীরিক অসুস্থতাবোধ করায় এখানে আনা হয় তাকে। ৪১১ নম্বর কেবিনে তিনি ভর্তি হয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (যুগ্ম-সচিব) কাজী শাহজাহান জানান, জ্বর ও কাশি হওয়ায় আজ সকালে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার ডেঙ্গু হয়নি।