বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাসপাতালে ফিরে গেলেন আন্দোলনকারীরা

চার উপদেষ্টা ভুল স্বীকার করে রূপরেখা বাস্তবায়নের আশ্বাস দেয়ায় হাসপাতালে ফিরে গেলেন আন্দোলনরত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা।

বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনে আন্দোলনরতদের সঙ্গে দেখা করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা মাহফুজ আলম।

তারা ভুল স্বীকার করে নিজেদের ঘাড়ে দায় নিয়ে রূপরেখা বাস্তবায়নের আশ্বাস দেন আন্দোলকারীদের। এ নিয়ে আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে বৈঠকে বসবেন বলে জানান। পরে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ডিসেম্বরের মধ্যে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত সবার সুচিকিৎসা-পুনর্বাসন নিশ্চিত করা।

আসিফ নজরুল বলেন, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। আপনাদের প্রতি আমাদের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল, কিন্তু আমরা কাজটি করতে পারিনি। আগামী ২টায় আসেন, আমরা একটা কমপ্লিট রূপরেখা দেব। একটা লিখিত দেব।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, আমরা যে কথা দিয়েছি, তা আমরা রাখব। যদি রাখতে না পারি, আপনারা যা করবেন আমরা মাথা পেতে নেব।

উল্লেখ্য, সরকারের ভূমিকায় অসন্তোষ জানানোর পাশাপাশি নিজেদের চরম দুর্দশার কথা তুলে ধরতে হাসপাতালের শয্যা ছেড়ে দুপুর থেকে সড়কে বিক্ষোভ করছেন জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা।

তারা বলছেন, সরকারের পক্ষ থেকে যে অর্থ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে, তা এখনও তারা হাতে পাননি। তাদের অনেককেই এখন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ