বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

হামাস নিযুক্ত গাজার নতুন প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরাইল

ইসরাইলের হামলায় নিহত হয়েছেন হামাসের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম। এক সপ্তাহের কম সময় আগে তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

এতে বলা হয়, গত ১৮ মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করে তেল আবিব। এরপর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। এর আগে রোববার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন। হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই তাকে হত্যা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ