অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কৃত্রিম বুদ্ধিমত্তা’র (এআই) মতো অত্যাধুনিক প্রযুক্তির একীকরণের মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়ন হবে বলে ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের ৭.৯৭ লাখ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করে তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের আওতায় দেশের মাথাপিছু আয় ন্যূনতম পৌঁছাবে সাড়ে ১২ হাজার ইউএস ডলারে। আর জনসংখ্যার তিন শতাংশেরও কম দারিদ্র্যসীমা, এবং চরম দারিদ্র্য নির্মূল বসবাস করে।
আলি তার বাজেট বক্তৃতায় চারটি মূল স্তম্ভের ওপর জোর দিয়েছেন- স্মার্ট সিটিজেনস, স্মার্ট ইকোনমি, স্মার্ট সরকার এবং স্মার্ট সোসাইটি।
তিনি বলেন, মুদ্রাস্ফীতি হবে ৪-৫ শতাংশের মধ্যে রয়েছে এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শতাংশ বাজেট ঘাটতি থাকবে পাঁচের নিচে।