শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্ত্রী-মেয়েসহ বেনজীরের সম্পদের হিসাব চেয়েছে দুদক

স্ত্রী-সন্তানদের সঙ্গে বেনজীর আহমেদ। ফাইল ছবি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের নামে পাওয়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২১ কর্মদিবসের মধ্যে এই হিসাব দিতে বলা হয়।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন।

বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৮ মে দুদকে হাজির হতে চিঠি দেয় সংস্থাটি। সময় নির্ধারণ করা হয় ৬ জুন। কিন্তু সেদিন আসেননি তিনি। প্রতিনিধির মাধ্যমে চিঠি পাঠিয়ে সময় আবেদন করেন বেনজীর।

পরে ২৩ জুন দুদকে হাজির হতে তলব করা হয় বেনজীরকে। তবে সেদিনও দুদকে হাজির হননি তিনি। বেনজীর কোথায় আছেন, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য দিতে পারছেন না কেউই।

অন্যদিকে ২৪ জুন তার স্ত্রী জিসান মির্জা, দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাশিন রাইসা বিনতে বেনজীরকে হাজির হতে বললেও আসেননি।

দুদক আইন বলছে, বেনজীর হাজির না হলে তার অবর্তমানে আইনগত কার্যক্রম চলবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ