মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে রাশেদুল আলম রাশেদকে (৩৫) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত রাশেদ কুতুবপুর ইউনিয়নের চিতাশাল এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। রবিবার সকাল ৭টায় তাকে গ্রেফতার করা হয়।
জানাযায়, বিয়ের পর থেকে স্ত্রী উম্মে কুলসুম উর্মিকে যৌতুকের জন্য শারিরীক নির্যাতন করতেন স্বামী রাশেদুল। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বেশ কয়েকবার সমাধানের চেষ্টাও করা হয়। সর্বশেষ গত মে মাসে যৌতুকের জন্য স্ত্রীকে নির্মমভাবে নির্যাতন করে রাশেদ এবং ৩ বছরের পুত্রসহ বাসা থেকে উর্মিকে বের করে দেয়। বাধ্য হয়ে উর্মি নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে একটি যৌতুক মামলা করেন। আদালত শুনানি শেষে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রবিার সকালে পুলিশ অভিযান চালিয়ে যৌতুক লোভী স্বামী রাশেদুলকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ