কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের আক্ষেপ মিটিয়েছিল আর্জেন্টিনা। এবার প্যারিস অলিম্পিকেও দেখা হচ্ছে তাদের। যদিও জাতীয় দল নয়, অলিম্পিকে দুই দেশের অনূর্ধ্ব-২৩ দল খেলছে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের তিন সদস্য নিকোলাস ওটামেন্ডি, হুলিয়ান আলভারেজ এবং জেরোনিমো রুয়ি অলিম্পিকে খেলছেন।
বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারানোর সুখস্মৃতি তাদের সঙ্গী। অন্যদিকে বিশ্বকাপের পর আর্জেন্টিনার ‘দৃষ্টিকটু’ উদযাপনে ক্ষুব্ধ হয়েছিলেন ফরাসিরা। অলিম্পিকের ম্যাচ ঘিরে তাই বেশ উত্তাপ ছড়াচ্ছে।
আর্জেন্টিনার ফুটবল দল এর মধ্যেই অলিম্পিক খেলতে এসে গ্যালারি থেকে দুয়ো শুনেছে। এমনকি আর্জেন্টিনার রাগবি দল যখন ফ্রান্সের মুখোমুখি হয়, তখন স্বাগতিক সমর্থকদের ‘শত্রুভাবাপন্ন’ পরিস্থিতি ভালোই টের পেয়েছে।
পরিস্থিতি কেমন হতে পারে তা নিয়ে সংবাদমাধ্যমে গোলরক্ষক জেরোনিমো রুয়ি বলেছেন, ‘পরিস্থিতি প্রতিকূলে থাকবে, সেটা আমাদের মাথায় আছে। অন্যদের ক্ষেত্রে হয়তো কিছুই ঘটত না। তবে আমাদের বিরুদ্ধে ব্যপারটা বেশিই স্পষ্ট। আমরা মাঠে নামার পর জাতীয় সংগীত গাইলে ওরা শিষ বাজাবে, যেটা আমাদের রাগবি দলের সঙ্গেও করেছে। আমরা জানি, ব্যাপারটা আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে নয়। বিশ্বকাপ ও তার পরে যা কিছু ঘটেছে, তার বিরুদ্ধে। তবে দুই দিক থেকেই এটা সুন্দর একটা ম্যাচই হবে আশা করি।’
ফ্রান্সের অলিম্পিক ফুটবল দলের কোচ থিয়েরি অঁরি অবশ্য ম্যাচের বাইরের কোনো বিষয় নিয়ে কথা বলতেই রাজি নন, ‘আমি এ বিষয়ে কথা বলতে চাই না। শুধু ম্যাচ নিয়েই কথা বলব। ওটাই গুরুত্বপূর্ণ।’
আর্জেন্টিনা কোচ হাভিয়ের মাচেরানোও বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছেন, ‘আমি ওদের বলেছি, তোমরা স্বাগতিকের বিপক্ষে নামছ। দর্শক সমর্থন ওদের পক্ষে থাকবে। যেটা গ্রুপ পর্বে আমাদের মরক্কো ও ইরাক ম্যাচের সময়ও দেখা গেছে। আমাদের মনোযোগ যেখানে নিয়ন্ত্রণ আছে সেদিকে। ফুটবল খেলাটা আমাদের হাতে। অন্য বিষয় নিয়ে মাথা ঘামিয়ে শক্তি ক্ষয় করার কিছু নেই।’
উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ রাত ১টায় অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আর্জে