রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সেনাপ্রধানের সাথে সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট চ্যাম্পিয়নশীপ বিজয়ীদের সাক্ষাত

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সাথে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট চ্যাম্পিয়নশীপ ২০২২ বাংলাদেশ টেবিল টেনিস জাতীয় দলের স্বর্ণবিজয়ী চারজন খেলোয়াড়সহ ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আজ মঙ্গলবার (০৪-০৪-২০২৩) ঢাকা সেনানিবাসস্থ সেনাসদরে সৌজন্য সাক্ষাত করেন।

প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় জুনিয়র টেবিল টেনিস দল প্রথমবারের মতো সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট চ্যাম্পিয়নশীপে স্বর্ণপদক অর্জন করেছিল। এই প্রতিযোগিতায় সার্কভূক্ত প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন দেশ সমূহের মধ্যে বাংলাদেশও অংশগ্রহণ করে।

বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিম লিয়ন বম, মোঃ নাফিস ইকবাল এবং আবুল হাসেম হাসিব অংশগ্রহণ করে স্বর্ণ পদক পেয়ে দেশের জন্য গৌরব বয়ে আনে। চারজন স্বর্ণ বিজয়ীদের তাদের সফলতার জন্য এবং ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জনে উৎসাহ প্রদানের নিমিত্তে সেনাবাহিনী প্রধান প্রত্যেককে নগদ পঁচিশ হাজার টাকা সম্মাননা পুরস্কার প্রদান করেন

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ