সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সুপ্রিম কোর্ট ঘিরে বাড়তি নিরাপত্তা

নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী, আইনজীবীদের সহকারী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের জাতীয় বা সংশ্লিষ্ট অফিসের পরিচয়পত্র বা পাসপোর্ট সঙ্গে রাখতে অনুরোধ করা হয়েছে।

শনিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর দেওয়া বিজ্ঞপ্তিতে এই অনুরোধ করা হয়।

এর আগে গত বছরের ডিসেম্বরে সচিবালয়ে আগুনের ঘটনায় ওই সময় সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের বাসভবন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনসহ আশেপাশের এলাকর নিরাপত্তা বাড়াতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ৩০ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে চিঠি দিয়ে এই নির্দেশ দিয়েছিলেন।

এর মধ্যে গত ৫ ফেব্রুয়ারি হাইকোর্টের এক রায়ের পর সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের ওপর হামলা হয়। এর পর দিনই আরেক রায়ের পর হাইকোর্টের আদালত কক্ষের সামনে বিক্ষোভ করেন সংক্ষুব্ধরা, যা নজিরবিহীন। সংক্ষুব্ধদের কেউ কেউ আদালতের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সরিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে বিজ্ঞপ্তি দিল সুপ্রিম কোর্ট।

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টে আগত আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব-স্ব পরিচয়পত্র সাথে রাখার অনুরোধ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ