সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে রড কারখানায় আগুন, পুড়ে অঙ্গার ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি রড তৈরির কারখানায় বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রিপোর্ট লেখা পর্যন্ত আগুনে পুড়ে মারা গেছেন ৩ জন। এ ছাড়া আরও ৩০ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (৪ মার্চ) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সুলতান মাহমুদ জানান, আগুনে পুড়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ জন। এ ছাড়া আরও ৩০ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, কারখানায় বিস্ফোরণের খবর শুনে তারা ঘটনাস্থলে এসেছেন। বিস্ফোরণ সম্পর্কে এখনই তেমন কিছু বলা যাচ্ছে না। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ