বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত ১ ও আহত ২০

সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম মনসুর আলী রেল স্টেশন এলাকায় রেলক্রসিং গেটম্যান না থাকায় যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে বাসের ১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৪ টার সময় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার এস আই আব্দুল মতিন জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী তাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ শহর হয়ে যাওয়ার পথে শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলো। এসময় রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি রাস্তার ওপর উল্টে যায়। এতে বাসের সুপারভাইজার মারা যান ও অন্তত ২০ জন যাত্রী আহত হন।

নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ