সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সামরিক বিচার ব্যবস্থা বেসামরিক ফৌজদারী বিচার ব্যবস্থার সাথে সম্পর্ক” শীর্ষক ল’ সেমিনার

ছবি: আইএসপিআর।

বাংলাদেশ বিমান বাহিনীর জাজ এডভোকেট জেনারেল শাখা আয়োজিত “সামরিক বিচার ব্যবস্থা এবং বেসামরিক ফৌজদারী বিচার ব্যবস্থার সাথে তার সম্পর্ক” শীর্ষক ল’ সেমিনার আজ বৃহস্পতিবার বিমান বাহিনীর সদর দপ্তরের এডমিন হলে অনুষ্ঠিত হয়।

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডবিøউসি, এফএডবিøউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন এবং সমাপনী বক্তব্য পেশ করেন।

এদিন সকালে এটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন সেমিনারটি উদ্বোধন করেন এবং উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। সেমিনারে স্বাগত বক্তব্য পেশ করেন বাংলাদেশ বিমান বাহিনীর জাজ এডভোকেট জেনারেল গ্রুপ ক্যাপ্টেন মোঃ তাহিদুল ইসলাম, বিইউপি।

সমাপনী বক্তব্যে বিমান বাহিনী প্রধান বলেন “বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যুগপোযোগী টেকসই আইনী কাঠামো উন্নয়নে, বাহিনীর মধ্যকার অপরাধ সমুহের ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়নে এবং সামরিক ও বেসামরিক পরিমন্ডলে বিচার ব্যবস্থার সমন্বয় সাধনে বাংলাদেশ বিমান বাহিনীর জাজ এডভোকেট জেনারেল শাখা কর্তৃক আয়োজিত সেমিনারটি একটি সহায়ক ভূমিকা রাখবে”।

এ সেমিনারে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার; সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ গোলাম রব্বানী, আইন মন্ত্রনালয়ের যুগ্মসচিব এবং সিনিয়র জেলা ও দায়রা জজ ড. এস কে গোলাম মাহবুব এবং বাংলাদেশ বিমান বাহিনীর জাজ এডভোকেট জেনারেল গ্রুপ ক্যাপ্টেন মোঃ তাহিদুল ইসলাম, বিইউপি নির্ধারিত বিষয়ের বিশেষজ্ঞ হিসেবে নিবন্ধ উপস্থাপন করেন।

বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণসহ সর্বমোট ৫৩ জন কর্মকর্তা এ সেমিনারে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ