আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়ন পরিষদের পাঁচবার নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামসুদ্দিন আহমেদ ছজু (৭৫) শনিবার দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার সকাল ৯ টায় চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রিয় সম্মননা দেয়া হয়। পরে ওই মাঠে প্রথম জানাযা হয়। বেলা সাড়ে ১০ টায় তার বাড়ীতে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি চুনাখালী স্কুল এন্ড কলেজের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোটার মোঃ জসিম উদ্দিন সিকদারের ফুফাতো ভাই।
