সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিক নেতা কুদ্দুস আর নেই, রাজবাড়ীর গ্রামের বাড়ীতে রাতে দাফন

স্বনামধন্য কার্টুনিস্ট এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সিনিয়র সহ সভাপতি এমএ কুদ্দুস হৃদরোগে আক্রান্ত আজ শনিবার সকালে রাজধানীর শাহীনবাগ এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….. রাজেউন)। তার বয়স হয়েছিল ৪৮ বছর। মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যাসহ বহুগুনাগ্রাহী রেখে গেছেন। এমএ কুদ্দুস জাতীয় প্রেসক্লাবের ও স্থায়ী সদস্য ছিলেন।
তিনি সংবাদ এ কর্মরত ছিলেন। তার মরদেহ পুরানা পলটনের সংবাদ অফিসে নেয়া হয়।

জাতীয় প্রেসক্লাবে দুপুর দেড়টায় কুদ্দুসের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তার জন্মস্থান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের বাড়ীতে দ্বিতীয় জানাজা শেষে রাত সাড়ে ৮টায় তাকে দাফন করা হবে।

দেশের স্বনামধন্য কার্টুনিস্ট কুদ্দুস দৈনিক সংবাদ, ইত্তেফাক এবং অন্যান্য পত্রিকায় কাজ করেছেন।

রাজবাড়ির সন্তান কুদ্দুস কার্টুনিস্ট কুদ্দুস হিসেবে জনপ্রিয় ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ