বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘সম্প্রীতি বাংলাদেশ’ ষষ্ঠ বছরে পা রাখল

মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য গড়া ‘সম্প্রীতি বাংলাদেশ’ প্রতিষ্ঠার ষষ্ঠ বর্ষে পা রেখেছে। সামাজিক এ সংগঠনটি আজ শুক্রবারের (৭ জুলাই) প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা কর্মসূচি পালন করে।

গত সংসদ নির্বাচনের আগে জনসচেতনতা গড়ে তুলতে ‘পথ হারাবে না বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচি নিয়ে সব জেলা-উপজেলায় গেছে তারা। ২০১৮ সালের ৭ জুলাই আত্মপ্রকাশ করে ‘সম্প্রীতি বাংলাদেশ’।

২০১৯ সালের শুরুতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সামনে রেখে ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলে সেমিনার-সিম্পোজিয়াম ও মুক্ত আলোচনা করে তারা। করোনা শুরুর পর ২০২০ সাল থেকে ভার্চুয়াল অনুষ্ঠান করছে সম্প্রীতি বাংলাদেশ।

প্রতি রবিবার রাত ৯টায় ফেসবুক লাইভে সম্প্রচার হচ্ছে ‘সম্প্রীতি সংলাপ’। এ পর্যন্ত ১৮৭টি ‘সম্প্রীতি সংলাপ’ করেছে সম্প্রীতি বাংলাদেশ। এতে যুক্ত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠি প্রমুখ।

আজ শুক্রবার (৭ জুলাই) সম্প্রীতি বাংলাদেশ এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের মহাখালী কার্যালয়ে এক সম্প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশ এর আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, যুগ্ম আহবায়ক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), সাবেক রাষ্ট্রদূত এ. কে. এম আতিকুর রহমান, সদস্য অধ্যাপক আ.ব.ম ফারুক, ড. ছাদেকুল আরেফিন, অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, মো. হেলালউদ্দীন, রেভারেন্ড মার্টিন অধিকারী, বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন সাহা, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক ডা. মাহবুবুর রহমান বাবু, অধ্যাপক বিমান বড়ুয়া, অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দীন, অধ্যাপক অসীম কুমার সরকার, ধীমান রায়, সিদ্দিকুর রহমান, তাপস হালদার, ডা. সুব্রত ঘোষ, আতাউর রহমান (জানু), কামরুজ্জামান সবুজ, আনোয়ার সাদাত লুপিন, সাদেক আহমেদ সৈকত প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ