শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সমুদ্রে ৮ দিন ভেসে থাকা ফিশিং বোট থেকে ১৫ জেলেকে উদ্ধার

কক্সবাজারের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৮ দিন বঙ্গোপসাগরে ভেসে থাকা একটি ফিশিং বোট থেকে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত বুধবার (৪ জানুয়ারি) নৌবাহিনী জাহাজ ‘অনুসন্ধান’ গভীর সমুদ্রে জরীপ কাজে নিয়োজিত থাকাকালে এ জেলেদের উদ্ধার করে।

এসময় তাদের প্রয়োজনীয় পানি, খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে উদ্ধারকৃত ১৫ জেলে ও তাদের ফিশিং বোট ‘নিশি পদ্ম’ কক্সবাজারের ইনানী সংলগ্ন জেটিতে নিয়ে এসে বোটের মালিক মোঃ জসিম উদ্দিন এর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।

এসময় তারা নৌবাহিনীর এই উদ্ধার তৎপরতা ও তাদের জীবন বাচাঁনোর জন্য নৌবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়।

উল্লেখ্য, ‘নিশি পদ্ম’ নামে ফিশিং বোটটি গত ২৪ ডিসেম্বর কক্সবাজারের বাঁশখালী থেকে ১৫ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। পথিমধ্যে গত ২৮ ডিসেম্বর গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরবর্তীতে গত ৮ দিন ধরে ভাসমান অবস্থায় বোটটি গভীর সমুদ্রে অবস্থান করছিল।

অন্যদিকে নৌবাহিনী জাহাজ অনুসন্ধান গভীর সমুদ্রে জরীপ কাজে নিয়োজিত থাকাকালে গত ৪ জানুয়ারি ভাসমান অবস্থায় এ বোটটির অবস্থান সনাক্ত করে। পরে দ্রুততম সময়ে নৌবাহিনী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে বোটটিকে জেলেসহ উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেরা হলেন উসমান সরোয়ার (৩৮), মোঃ আবুল বাশার (৫৭), মোঃ কাওসার (৩৮), মোঃ জয়নাল আবেদীন (৩৩), মোঃ আবদুর রহমান (২১), মোঃ তরিকুল ইসলাম (১৭),
মোঃ সৈয়দ (১৯), মোঃ আনসার (২১), বদিউল আলম (৪২), দিদারুল ইসলাম (৩৫),
মোঃ আরাফাত (২২), তরিকুল্লাহ (৬০), জহির আলম (৪০), মোঃ ইউসুফ (৪২) এবং সালাউদ্দিন (৩২)। তারা অধিকাংশই বাশখালী ও কুতুবদিয়ার স্থানীয় বাসিন্দা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ