শীতের শেষে জীর্ণ ও রিক্ত প্রকৃতি থাকে নতুন করে জেগে ওঠার অপেক্ষায়। বৃষ্টির স্পর্শে দেখা দেয় নতুন পাতা ও নানা রঙের ফুল।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে অপেক্ষার সেই বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী। ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে আকাশে বিদ্যুতের ঝলকানি আর মৃদু বাতাসে সৃষ্টি হয় অন্যরকম এক পরিবেশ।
ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, বাংলামোটর, এলিফ্যান্ট রোড, মগবাজার, মৌচাক ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে।
এদিকে বৃষ্টির কারণে অফিস ফেরত এবং কেনাকাটায় ব্যস্ত মানুষজন পড়েন ভোগান্তিতে। অনেক ভ্রাম্যমাণ দোকান বৃষ্টির কারণে বন্ধ করে দেন দোকানিরা। আর পথচারীদের অনেককে বৃষ্টিতে ভিজেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতেও দেখা গেছে।
আবহাওয়া দফতরের তথ্যমতে, ঢাকাসহ দেশের সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি আরও জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে এ পরিস্থিতি কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া বার্তায় জানানো হয়, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া এর পরের ২৪ ঘণ্টা রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।